সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। শুধু দুর্গাপূজায় নয়, সব ধর্মের উৎসবে সবাই অংশগ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। জাতির জনকের এই অসম্পন্ন কাজ আজ তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন।’

গত বুধবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ মোল্লাগাঁও দক্ষিণপাড়া জয় জগন্নাথ ও দেববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘গোলাপগঞ্জ উপজেলার মানুষ শান্তিপ্রিয়। এ উপজেলায় বিগত দিনে কোনো উৎসবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও যদি কেউ বা কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। গোলাপগঞ্জে সব কটি পূজামণ্ডপে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক রয়েছে।’

সংক্ষিপ্ত সভায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের এসপি জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান, ওসি ডিবি (দক্ষিণ) মো. ইকতিয়ার উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।