‘বিগত নির্বাচনে আপনারা প্রমাণ দিয়েছেন, আপনারা সুশিক্ষিত এবং শক্তিশালী। সেই শক্তিগুলোকে সুসংগঠিত করে সমাজের সকল অন্যায় রুখে দিতে হবে। দু-চারজনের জন্য এই সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না। সামাজিক শক্তি ও মুরব্বিদের আগের ভালো কীর্তিগুলো পুনরুজ্জীবিত করে সমাজে সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে। আপনারা উদ্যোগী হয়ে এগিয়ে আসলে আপনাদের নিরাপত্তায় আমাদের কাজ করা আরও সহজ হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা আয়োজিত শনিবারের ওপেন হাউজ ডেতে উপস্থিত সবার উদ্দেশে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এনামুল হক।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন এনামুল হক।

প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়ারপোর্ট থানা এবং ১৩ তারিখে কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

ওই দিবসে বিএমপির পুলিশ কমিশনারসহ শীর্ষ কর্মকর্তারা প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারণের কথা শোনেন। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডেতে উপস্থিত থাকেন।