‘অভিশপ্ত আগস্ট’ নাটকের শিল্পীদের সঙ্গে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: পুলিশ নিউজ

ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে মঞ্চায়ন হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের ওপর গবেষণালব্ধ নাটকটির ৩৮ ও ৩৯তম পরিবেশনা গত ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত হয়।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক মো. জাহিদুর রহমান।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা), পিপিএম-এর সভাপতিত্বে দুই পর্বে নাটকটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম রাজিব; অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-উত্তর) মো. আব্দুল্লাহিল কাফি, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম; কমিউনিটি পুলিশের সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ; এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক আশরাফ উল্লাহ চৌধুরী সাইফুল; সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্যসহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।