ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি মামলায় সাত বছরের সাজা এড়াতে ওই আসামি ১৮ বছর পলাতক ছিলেন।

রবিবার ছাগলনাইয়া থানার রেজুমিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মহিউদ্দিন ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের বাসিন্দা।

ছাগলনাইয়া থানার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম-এর নির্দেশনায় অভিযান তত্ত্বাবধান করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) সোহেল পারভেজ।

পুলিশ জানায়, রবিবার গোপান সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহম্মেদের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর দর্জি, এএসআই (নিরস্ত্র) শংকর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) নাজমুল হাছান অভিযান চালিয়ে রেজুমিয়া এলাকা থেকে আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।