সাতক্ষীরায় ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সাতক্ষীরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ থানা এলাকা থেকে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. ফারুক হোসেন (২৭)। তাঁর কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ১৭ নভেম্বর কালীগঞ্জ থানা এলাকার বাগবাটি এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ ফারুককে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।