সুপ্রিম কোর্ট ভবন। ছবি: সংগৃহীত

কারাভোগের সময়সীমা থেকে হাজতবাসের সময় বাদ দিতে ফৌজদারি কার্যবিধির বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এক আসামির আপিল আবেদনের শুনানিকালে সোমবার (১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

শুনানিকালে আসামি ইউনুস আলীর আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল আদালতকে বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইউনুস আলী প্রায় ২৬ বছর ধরে কারাভোগ করছেন। জেলকোড অনুযায়ী, যেটা ৩৪ বছর কারাবাসের সমান। তাই এ ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর ধরলে ইউনুস আলী চার বছরের বেশি সময় কারাভোগ করছেন।’

এরপর মামলার শুনানির একপর্যায়ে আদালত ইউনুস আলীর কারাভোগের সময়সীমা থেকে হাজত বাসের সময় বাদ দিতে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ফৌজদারি কার্যবিধির ৩৫(ক) ধারা বিধান যথাযথভাবে পালনের নির্দেশ দেন। পাশাপাশি আপিল বিভাগের আদেশ প্রতিপালনের বিষয়ে কারা কর্তৃপক্ষ, পুলিশের আইজি, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলেন আদালত।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে নাটোর সদর উপজেলার চকপাড়ায় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ইউনুস আলীসহ দুই জনকে ২০০২ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।

এ ছাড়া অপর ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আসামি ইউনুস আলীর মৃত্যুদণ্ড কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন হাইকোর্ট। তবে সে রায়ের বিরুদ্ধে ২৬ বছর ধরে কারাভোগ করা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলী আপিল বিভাগে লিভ টু আপিল করেন। সে আবেদন খারিজ করেন আপিল বিভাগ।