পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

মাদক মামলায় ছয় মাসের সাজা হয়েছিল আসামি মো. আবুল বশরের (৪৫)। সেই সাজা থেকে বাঁচতে ১৩ বছর পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে খাগড়াছড়ির রামগড় থানা-পুলিশের হাতে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ফেনী সদর থানাধীন লস্করহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আবুল বশরের বাড়ি খাগড়াছড়ির রামগর থানা এলাকায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামির ছয় মাসের কারাদণ্ড হয়েছিল। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাজা থেকে বাঁচতে ১৩ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।