পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাতে পবা থানাধীন বড়গাছী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. শরিফুলের বাড়ি নগরীর পবা থানা এলাকায়।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।