সচেতনতামূলক ওয়েবিনারে অংশ নেওয়া বিএমপি সদস্যরা। ছবি: বিএমপি

ক্রমবর্ধমান সাইবার ক্রাইম থেকে সুরক্ষা নিয়ে পুলিশ সদস্য তথা নারী পুলিশ সদস্যদের সম্যক ধারণা দিতে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

‘সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা এবং ড্রেসরুল ও শৃঙ্খলা’ বিষয়ে সচেতনতামূলক ওয়েবিনারটি হয় মঙ্গলবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত।

ওই ওয়েবিনারে নারী পুলিশ সদস্যদের নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপ/পিআর/ভিএসসি) নাসরিন জাহান।

সাইবার ক্রাইম ও সাইবার সুরক্ষা বিষয়ে আলোচনা করেন এসবির বিশেষ পুলিশ সুপার এবং বিপিডব্লিউএনের উন্নয়ন ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহফুজা লিজা বিপিএম।

ড্রেসরুল ও শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন লালমনিরহাটের পুলিশ সুপার এবং বিপিডব্লিউএনের রংপুর রেঞ্জ ও মেট্রোর সহসমন্বয়ক আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।

এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের সব রেঞ্জ, মেট্রোসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫ হাজার নারী পুলিশ সদস্য।