সাইবার পর্নোগ্রাফির ঘটনায় সিটির অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশ নিউজ

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইবার পর্নোগ্রাফির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।

বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন আবদুল হালিম (১৯), মোজাহিদ (২২) ও মো. আবদুল্লাহ (১৮)।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং আটটি সিম কার্ড জব্দ করা হয়।

সিটি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং টেলিগ্রাম ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও বিক্রির বিজ্ঞাপন প্রচার করে বিভিন্ন শ্রেণির মানুষকে প্রলুব্ধ করতেন। বিকাশ, নগদ, রকেট ও উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন তাঁরা।

চাইল্ড পর্নোগ্রাফিক ভিডিওসহ সব ধরনের পর্নোগ্রাফিক ভিডিও তাঁরা ক্লাউড স্টোরেজ মেগা নামের সফটওয়্যারের মাধ্যমে সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনে বিপুল পরিমাণ পর্নোগ্রাফিক ভিডিও কনটেন্ট পাওয়া যায়। তাঁদের কাছ থেকে প্রাপ্ত পর্নোগ্রাফিক ভিডিও কন্টেন্ট ইন্টারনেটের ডার্ক ওয়েব থেকে সংগ্রহ করা মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক।