হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে।

গত জুন মাসে এ জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ২৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে।

বিভিন্ন থানার জিডি মূলে হ্যাক হওয়া মোট ২৯টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে। ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ১১ জন ভুক্তভোগীর নগদ/বিকাশের ১ লাখ ১৪ হাজার ৮০৭ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে।

বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে নিখোঁজ পাঁচজন কিশোরী ও তরুণীকে উদ্ধার করেছে।

এ ছাড়া একটি হোয়াটসঅ্যাপ ও একটি জি-মেইল অ্যাকাউন্ট উদ্ধার করেছে।