সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার অভিযোগে করা মামলায় মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাতো সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জাকিয়া সুলতানা পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, সাংবাদিক হাসান মাহমুদ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি। গত ৩১ জুলাই রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরে গোড়ানের ছাপরা মসজিদ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ৩০ আগস্ট ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তের এক পর্যায়ে মামলার এজাহারভুক্ত আসামি পটুয়াখালী জেলা মহিলা লীগের নেত্রী জাকিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।