মতবিনিময় সভায় বক্তব্য দেন নোয়াখালীর এসপি শহীদুল ইসলাম। ছবি: পুলিশ নিউজ

জনগণের সঙ্গে কাজ করতে সর্বপ্রথম নিজেকে ঠিক হতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

জেলার বেগমগঞ্জ উপজেলা মিলনায়তনে শনিবার স্থানীয় প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার। ছবি: পুলিশ নিউজ

এসপি বলেন, ‘আমরা এই মতবিনিময় সভায় যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতৃত্ব থেকে আগামীর রাজনীতিতে নেতৃত্ব দেবে। আমাদের তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা জনপ্রতিনিধিরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, কিশোর গ্যাং ও আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব।’

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিদের একাংশ। ছবি: পুলিশ নিউজ

তিনি বলেন, ‘সর্বপ্রথম আগে আমাকে ঠিক হতে হবে। তাহলে আমি জনগণের সাথে কাজ করতে পারব। সবসময় সুযোগ সন্ধানীরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য কীভাবে সরকারকে বেকায়দায় রাখবে, তা পরিকল্পনা করছে। আমরা যদি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে সরকারের উন্নয়নকে রুখে দেওয়ার সাধ্য কারও নাই।’

মতবিনিময় সভায় আসা নোয়াখালীর এসপি শহীদুল ইসলামকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। ছবি: পুলিশ নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান, এসপি শহীদুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিবসহ সংশ্লিষ্টরা।

সভায় সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।