নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের ইতিহাস গড়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ। ২২টি গ্রান্ড স্লাম জিতে দ্বিতীয় অবস্থানে আছেন স্পেনের রাফায়েল নাদাল।

রোববার (১১ জুন) ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬ (৭/১), ৬-৩ ও ৭-৫ সেটে হারিয়ে শিরোপা জেতেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। খবর বাসসের।

২০১৬ ও ২০২১ সালের পর তৃতীয়বারের মতো প্যারিসের শিরোপা জিতলেন জোকোভিচ। এর আগে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, ৭টি উইম্বলডন এবং তিনটি ইউএস ওপেনের শিরোপা জিতেছেন তিনি।

নারী টেনিসে ২৩টি করে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়েছেন মার্গারেট কোর্ট ও সেরেনা উইলিয়ামস।