নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম, পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

সন্তানের দিকে নজর রাখতে অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম পিপিএম।

তিনি বলেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন। স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখুন। আপনার সন্তান স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিচ্ছে কি না, মাদকাসক্ত হচ্ছে কি না, খেয়াল রাখুন।

জেলা পুলিশ জানায়, নোয়াখালী পৌর পার্কে কিশোর-কিশোরীরা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে পার্কে আগত সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও অভিযোগ আসে। এমন অভিযোগের ভিত্তিতে সুধারাম থানা-পুলিশ অহেতুক আড্ডা দেওয়া কিশোর-কিশোরীদের থানায় নিয়ে আসে। পরে তাদেরকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।