হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টার। ছবি: সংগৃহীত

সচেতনতার অভাব, অনিয়মসহ নানা কারণে সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। একটু সচেতন ও সজাগ হলে এসব দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো কী, তা সচেতনতামূলক এক পোস্টারে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পোস্টারে বলা হয়, হেভি লাইসেন্স ছাড়া হেভি গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। গাড়ির ফিটনেস না থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে।
এতে আরও বলা হয়, যাত্রী ও পথচারীদের আইন অমান্য করার মানসিকতা এবং মূলধারার সংবাদমাধ্যমসহ সব মাধ্যমে অপ্রতুল প্রচারণার কারণে সড়কে দুর্ঘটনা ঘটে থাকে।