যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পরিবারের ব্যবসাসংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি মার্কিন সংবিধানের পঞ্চম সংশোধনীর সুযোগ গ্রহণ করেছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্পকে তাঁর পারিবারিক ব্যবসাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ আগস্ট (বুধবার) নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়ে তলব করা হয়েছিল। নিউইয়র্কের কর্মকর্তারা বলছেন, ঋণ ও করছাড় এবং নিজের সম্পদের বিষয়ে ট্রাম্প কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছেন।

তবে ট্রাম্প বুধবারের জিজ্ঞাসাবাদ এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। এরপর ম্যানহাটানে পৌঁছানোর এক ঘণ্টা পরই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে উপস্থিত হন তিনি। তবে কোনো প্রশ্নের উত্তর দেননি ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে প্রত্যেক নাগরিকের প্রদত্ত অধিকার এবং সুযোগ-সুবিধাগুলোর অধীনে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছি।’