শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এ জন্য অনেকেই দায়ী করছেন সরকারকে। তবে সরকারের চেয়েও দেশটির ক্রিকেট বোর্ড বড় দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। খবর বাসসের।

রানাতুঙ্গা বলেন, শ্রীলঙ্কায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা ক্রিকেট বোর্ড। দুর্নীতির কারণেই দেশের ক্রিকেটের এমন দশা।

কয়েক বছর ধরে ক্রিকেট অঙ্গনে সাফল্যের ধারায় নেই শ্রীলঙ্কা। বর্তমানে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সপ্তম, ওয়ানডেতে অষ্টম ও টি-টোয়েন্টিতে নবম স্থানে রয়েছে দেশটি। র‌্যাঙ্কিং বলে দিচ্ছে, সাফল্যের ধারাটা একেবারেই নিম্নমুখী।

এই শ্রীলঙ্কাই ১৯৯৬ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। এ ছাড়া টানা দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও খেলেছে লঙ্কানরা।

অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে বড় দল ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাঁদের অবসরের পর কয়েক বছর ধরে ছন্নছাড়া শ্রীলঙ্কার ক্রিকেট।

লঙ্কান ক্রিকেটের এমন অবস্থার জন্য দেশের বোর্ডের দিকে আঙুল তুলেছেন রানাতুঙ্গা।