শেষ প্রস্তুতি ম্যাচেও একাদশের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। পিঠের ব্যথার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। টানা দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। আইপিএল থেকে ফেরার পর প্রথমবারের মতো খেলছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। খবর বিডিনিউজ২৪ডটকমের।

আবুধাবিতে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ও শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে আয়ারল্যান্ড।

ওমান ‘এ’ দলের বিপক্ষে আন-অফিশিয়াল প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেননি মাহমুদউল্লাহ। গত বুধবার নেটে তিনি ব্যাটিং করার পর আশা জেগেছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে হয়তো খেলবেন। কিন্তু শেষ ম্যাচেও অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর অনুপস্থিতিতে এবারও দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলার পর শ্রীলঙ্কার বিপক্ষেও বিশ্রামে ছিলেন সাইফ। খেলছেন না আইরিশদের বিপক্ষেও।

বাংলাদেশ পাচ্ছে না সময়ের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসানকে। এখনো আইপিএলে আছেন তিনি। গত বুধবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। আগামী শুক্রবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা।

রাজস্থান রয়্যালস আইপিএল থেকে বিদায় নেওয়ার পর দলের সঙ্গে যোগ দেন মুস্তাফিজুর রহমান। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।