শেরপুর জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুর জেলা পুলিশ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

ঈদের নামাজ আদায় করেন জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান (বিপিএম) ও শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ মহল্লার মুসল্লিরা।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।