শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন এসপি মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: পুলিশ নিউজ

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে রোববার এ সভা হয়।

কল্যাণ সভার শুরুতে জেলার সব পুলিশ সদস্যকে বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এসপি। তিনি সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় শেরপুর জেলা থেকে সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত ক্রাইম ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সহকর্মীদের সঙ্গে এসপি মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: পুলিশ নিউজ

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ অনেকে।