ভুক্তভোগী কিশোরী। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুরের শ্রীবরদী পৌরসভার সাতানী মথুরাদী এলাকা থেকে ‘টক-টু-এসপি’ হটলাইন নম্বরে ফোন পেয়ে বাল্যবিয়ে বন্ধ করেছে শ্রীবরদী থানা-পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) ‘টক-টু-এসপি’ হটলাইন নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, শ্রীবরদী পৌরসভার সাতানী মথুরাদী এলাকায় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীবরদী থানার এসআই রেজাউল করিমকে বিষয়টি অবগত করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এসআই রেজাউল করিম ও এএসআই কামরুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।

শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, ভুক্তভোগীর (১৫) সঙ্গে একই উপজেলার এক যুবকের (২০) বিয়ের প্রস্তুতি চলছিল। পরে বিয়ের আয়োজন বন্ধ করে দেয় পুলিশ।

উল্লেখ্য, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি টিমের মাধ্যমে পরিচালিত হয় ‘টক-টু-এসপি’ হটলাইন নম্বর। ২৪ ঘণ্টা চালু থাকা ০১৩২০১০৬২১৪ এবং ০১৩২০১০৬২১৫ এই দুটি হটলাইন নম্বর পুলিশ সুপারের কার্যালয়ের সঙ্গে সংযুক্ত। এই হটলাইনের মাধ্যমে শেরপুর জেলাবাসী প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় পুলিশি সেবা নিতে পারছেন।