শেখ কামাল জাতীয় অ্যাথলেটিকসের দুই প্রতিযোগী। ছবি: সংগৃহীত

শহীদ শেখ কামাল ৪৫তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার এ প্রতিযোগিতা শুরু হয়। এর প্রথম দিনেই দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। খবর বাসসের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলাম।

২২ বছর পর ১০০ মিটার স্প্রিন্টে নতুন রেকর্ডসহ উদ্বোধনী দিনে দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ১০০ মিটার ইভেন্টে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডসহ দ্রুততম মানবের খেতাব লাভ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর যুক্তরাজ্য বংশোদ্ভূত প্রবাসী ইমরানুর রহমান। তিনি ১৯৯৯ সালে মরহুম মাহবুব আলমের ২২ বছরের রেকর্ড ভঙ্গ করেছেন।

নারী বিভাগে ১২.৩১ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর মুকুট লাভ করেছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। হাই জাম্প নারী ইভেন্টে ১.৭১ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকী।

এ ইভেন্টে ২০২০ সালে ১.৭০ মিটার লাফিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার।