প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৭ মে) দিবাগত রাতে আসামি ইউনুসকে (৩০) গ্রেপ্তার করা হয়। অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিচয় প্রকাশ করা হয়নি।

এপিবিএন জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুকে প্রলোভন দেখিয়ে লম্বার বিলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান দুই আসামি। বিকেলের দিকে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। রাতে এপিবিএন ক্যাম্পে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে অভিযান চালান এপিবিএন সদস্যরা। পরে দিবাগত রাত ১টার দিকে ক্যাম্পের ’ডি’ ব্লক সংলগ্ন পাহাড়ের ঢালে লুকিয়ে থাকা অবস্থায় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এপিবিএন আরও জানায়, ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং হাসপাতালে পাঠানো হয়েছে।