নিখোঁজ শিশু ইয়ামিন হাসান সৈকত। ছবি : টাঙ্গাইল জেলা পুলিশ

টাঙ্গাইলের ভূঞাপুর থানা এলাকা থেকে ইয়ামিন হাসান সৈকত (৮) নামের এক শিশু হারিয়ে গেছে। তার সন্ধান চেয়েছে ভূঞাপুর থানা-পুলিশ।

ভূঞাপুর থানা-পুলিশ জানায়, ওই শিশুর বাবার নাম জহুরুল ইসলাম মণ্ডল ও মায়ের নাম সাথী বেগম। তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার গোকুলনগর এলাকায়। বর্তমানে ভূঞাপুর থানাধীন ঘাটান্দী এলাকায় ভাড়া বাসায় বাস করে।

ইয়ামিনের উচ্চতা আনুমানিক ২ দশমিক ৫ ফুট, গায়ের রং ফর্সা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা ও কালো রঙের গেঞ্জি-প্যান্ট।

পুলিশ আরও জানায়, ৪ সেপ্টেম্বর সকাল ৭-৮টায় বাসার কাউকে কিছু না জানিয়ে ভূঞাপুর থানাধীন ঘাটান্দী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে শিশুটির মা গত ৮ সেপ্টেম্বর ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইয়ামিনের সন্ধান পেলে জিডির তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানা, টাঙ্গাইল (০১৭১৬-৪৪২৪৩০) অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভূঞাপুর থানা- (ওসি)-এর (০১৩২০-০৯৬৬৭৭) নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ।