শিল্প পুলিশের সঙ্গে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডান্ট্রির নেতাদের মতবিনিময় সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

শিল্প পুলিশ ও কক্সবাজারের ব্যবসায়ী নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ১৯ সেপ্টেম্বর এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, বর্তমান সরকার কক্সবাজারকে, বিশেষ করে মহেশখালী ও টেকনাফ অঞ্চল ঘিরে যে মেগা পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে অর্থনৈতিক দিক থেকে এটি অপার সম্ভাবনার জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমান সরকারের গৃহীত সব মেগা প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্যও শিল্প পুলিশ প্রস্তুত।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, শিল্প পুলিশের কার্যক্রমে কক্সবাজারে নিরাপদ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি ই-কমার্সকে শিল্প পুলিশের আওতায় আনার প্রস্তাব করেন।

সভায় শিল্প পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপাররা, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।