শিমুলিয়া-বাংলাবাজার রুটে আট মাস পর পরীক্ষামূলকভাবে রাতেও ফেরি চলাচল শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ কথা জানান।

সেতুর খুঁটির সঙ্গে কয়েকবার ফেরির ধাক্কা লাগার পর গত ১৮ আগস্ট থেকে এই পথে পদ্মা সেতু অতিক্রম করে ফেরি চলাচল বন্ধ হয়। পরে দিনের বেলায় চালু হলেও রাতে ফেরি চলাচল বন্ধই থাকে। তবে জরুরি যানবাহন নিয়ে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে দুটি ফেরি চলাচল করত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আশিকুজ্জামান জানান, ‘ঈদে ঘরমুখী মানুষের বিড়ম্বনা লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) রাতে চলাচল সফল হলে বুধবার থেকে এই নৌপথে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে। ফেরিগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৪, ১৫ ও ১৬ নম্বর খুঁটির পাশ দিয়ে। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসবে সেতুর ১৯, ২০ ও ২১ নম্বর খুঁটির পাশ দিয়ে।’

এদিকে শিমুলিয়া-মাঝিরকান্দিতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মাঝিরকান্দিতে দ্বিতীয় ফেরিঘাট চালু হচ্ছে বুধবার।

বিআইডব্লিউটিএ নির্মিত নতুন এই ঘাট চলাচল উপযোগী হওয়ায় বুধবার থেকে যানবাহন ওঠানামা করবে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান আরও জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে চলাচলরত ফেরির বহরে ফেরি ‘বেগম রোকেয়া’ মঙ্গলবার যুক্ত হয়েছে।

এ ছাড়া ঈদে ঘরমুখী মানুষের পদ্মা পারাপার নির্বিঘ্ন করতে বুধবার থেকে ‘ফেরি ফরিদপুর’ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

এদিকে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে রাতে লঞ্চ চলাচলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

আশিকুজ্জামান জানান, এই দুই নৌপথে দুই ঘণ্টা সময় বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। বুধবার থেকে ১৫ মে পর্যন্ত এ চলাচল বলবৎ থাকবে। এর আগে এই দুই রুটে সকাল সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করত।