জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, অসম শিক্ষা বিশ্বকে বিভক্ত করছে।

তিনি বৈশ্বিক সংকট নিয়ে আগামী এক সপ্তাহের কূটনৈতিক এজেন্ডার ওপর দৃষ্টি নিবদ্ধ রাখার ওপর আলোকপাত করেন। খবর বাসসের।

জাতিসংঘপ্রধান সাধারণ পরিষদের বার্ষিক সভায় বিশ্ব নেতাদের মিলিত হওয়ার এক দিন আগে শিক্ষার ওপর একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদানের কারণে নিউইয়র্কে তাঁদের আগমন বিলম্বিত হয়।

শিক্ষা একটি গভীর সংকটের মধ্যে রয়েছে উল্লেখ করে গুতেরেস শীর্ষ সম্মেলনে বলেন, বড় সম্ভাবনার দাঁড় উন্মোচনের পরিবর্তে শিক্ষা দ্রুত বড় বিভাজন তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, কোভিড-১৯ মহামারি শিক্ষার ওপর একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। দরিদ্র ছাত্রদের প্রযুক্তির অভাব থাকা একটি বিশেষ অসুবিধা এবং যুদ্ধগুলো স্কুলকে আরও ব্যাহত করছে।