পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ৬১টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ জুন) নগরীর শাহ পরান থানাধীন বালুচর ছড়ারপাড়ের এজাজ মিয়ার টিলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের গোয়াইনঘাট থানা এলাকার জিয়া (২৮), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা এলাকার কবির হোসেন সাদ্দাম (৩৫) এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা এলাকার মো. জামির হোসেন ওরফে ডিপজল (২৩)।

শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।