প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ অভিযান চালিয়ে দুজন পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে।

তাঁরা হলেন মো. মশিয়ার শেখ ওরফে হৃদয় এবং মমিন মিয়া ওরফে রনি।

এ ব্যাপারে শাহ আলী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গত ৩০ জুলাই শাহ আলী থানা এলাকা থেকে জনৈক ইব্রাহীমের ব্যক্তিগত মোটরসাইকেল (R15,V-3 রেজিঃ নং- ঢাকা মেট্রো-ল-৩১-৫১০৫) চুরি হয়। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলাটির তদন্তকালে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে মো. মশিয়ার শেখ ওরফে হৃদয় নামের একজনকে শনাক্ত করা হয়। এরপর ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার বেড়িবাঁধ এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে চুরি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি (পালসার এনএস/১৬০, ঢাকা মেট্রো ল-৪৭-২৭৩৬) উদ্ধার করে জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শনিবার (৬ আগস্ট ) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে চুরির ঘটনায় সম্পৃক্ত মমিন মিয়া ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চুরি যাওয়া মোটরসাইকেলটি (R15,V-3 রেজিঃ নং- ঢাকা মেট্রো-ল-৩১-৫১০৫) উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।