পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীতে মাইক্রোবাস ছিনতাইয়ের মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মাইক্রোবাস।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পল্লবী থানাধীন ১২ নম্বর বালুর মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নাহিদ হাসান রুমান (২৭) ও মো. শিলন ওরফে মিলন (২৬)।

শাহ আলী থানা-পুলিশ জানায়, গত ৬ নভেম্বর বাদী মিজানুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন রবিন (১৭) ঢাকা কমার্স কলেজ থেকে কোচিং শেষ করে মাইক্রোবাসে বাসায় ফিরছিল। রাত ৮টার দিকে শাহ আলী থানাধীন বাগদাদ সুপার মার্কেটের সামনে মাইক্রোবাসের গতিরোধ করেন আসামি নাহিদ ও শিলনসহ আরও দুজন। এরপর রবিন ও গাড়িচালক মতিনকে (৩৬) মারধর করে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান তাঁরা। এ ঘটনায় মিজানুর রহমান বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।

উদ্ধার করা মাইক্রোবাস। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ জানায়, তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।