জব্দকৃত গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ।
গতকাল বুধবার (২০ অক্টোবর) রাত ৭টা ২৫ মিনিটে শাহ আলী থানার ডি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তারকৃতরা হলেন খাদিজা, মো. সৈয়দ আলী ও সালমা বেগম। এ সময় তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, কিছু মাদক কারবারি শাহ আলী থানার ডি ব্লকের এভিনিউ-১ এর বিসমিল্লাহ ফাস্ট ফুড দোকানের সামনে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় শাহ আলী থানা পুলিশ।

ওসি জানান, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই উক্ত স্থানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।