জব্দ করা মালামাল। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে অজ্ঞান করার ২০টি ট্যাবলেট, একটি তরল স্প্রে, দুটি পাগলা মলমের কৌটা এবং এক প্যাকেট মরিচের গুঁড়া জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে শাহবাগ থানাধীন বাংলাদেশ শিশু একাডেমি গেটের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আরিফ হোসেন, সেন্টু মিয়া, মো. মামুন, চাঁন মিয়া ও আসাদুল ইসলাম ওরফে আসাদ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার) পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা যাত্রী বেশে যাত্রীবাহী বাসে উঠতেন। পরে টাগের্ট করা যাত্রীদের চেতনানাশক ওষুধ সেবন করিয়ে সর্বস্ব নিয়ে পালিয়ে যেতেন।

আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।