জব্দ করা ইয়াবা বড়ি ও ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ (ডিবি)।

রোববার (১৭ এপ্রিল) শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. সালাউদ্দিন, মো. ওয়াসিম ও মো. বাবুল।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, কিছু মাদক কারবারি শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ইয়াবা ও ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা, ৫ বোতল ফেনসিডিলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন মাদক কারবারির নামে শাহবাগ থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।