ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানার অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাতে শাহজাহানপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জামালপুর সদর থানা এলাকার মো. নিলয় হোসেন (৩০), মো. মোস্তফা হোসেন (২০) ও মো. জাকির হোসেন (১৯) এবং চাঁদপুর সদর থানা এলাকার শফিকুল ইসলাম রাহাত (২২)।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ছিদ্দীকী জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।