রাজধানীর শাহআলী এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মোছাম্মৎ হেলেনা বেগম। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে চোরাইকৃত একটি স্বর্ণের নেকলেস, আট জোড়া স্বর্ণের কানের দুল, ১৫টি স্বর্ণের আংটি, চারটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের লকেট ও পাঁচটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।

শাহআলী থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে জানান, শুক্রবার শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মামলার বাদী ও তাঁর স্ত্রী পারিবারিক কাজে বাসার বাইরে যান। দুপুর আড়াইটার দিকে বাদীর স্ত্রী বাসায় ফিরে দেখেন বেডরুমে থাকা ওয়ারড্রবের ওপরের ড্রয়ার খোলা। সন্দেহ হলে তিনি দ্রুত ড্রয়ার তল্লাশি করে দেখেন ড্রয়ারে থাকা সব স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার শাহআলী থানায় একটি মামলা হয়। মামলার পর বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হেলেনা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।