যশোরের শার্শায় এক ব্যক্তিকে তাঁর জামাতা ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আজ মঙ্গলবার সকালে শার্শার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি বদরুল আলম খান জানিয়েছেন। খবর বিডিনিউজ২৪ডটকমের।

নিহত আবু মুছা (৪৬) ওই গ্রামের মুনছুর আলির ছেলে।
স্বজনদের বরাতে ওসি বদরুল বলেন, পাঁচ বছর আগে মুছা তাঁর মেয়েকে একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের সঙ্গে বিয়ে দেন। কিন্তু পারিবারিক কলহের কারণে তাঁদের বিয়ে টেকেনি। ওই দম্পতির চার বছর বয়সের একটি ছেলে সন্তান আছে।

‌’মঙ্গলবার সকালে মুছা নাতিকে আনতে তুহিনের বাড়ি গেলে সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তুহিন ও তাঁর ভায়েরা মুছাকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’

ওসি বলেন, এই ঘটনায় তুহিন ও তাঁর বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।