আর্চবিশপ ডেসমন্ড টুটু। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু (৯০) মারা গেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসা।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ডেসমন্ড টুটু দেশটিতে বর্ণবাদী ব্যবস্থা বাতিলে গুরুত্বপূর্ণ ভূমিকার পালন করেন। বর্ণবাদী ব্যবস্থা বাতিলে সংগ্রামী ভূমিকার জন্য ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করা টুটু লন্ডনের কিংস কলেজ থেকে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে যান এবং ধর্মতত্ত্ব পড়াতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি।