সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা ও জেলা ডিবির অভিযানে গ্রেপ্তার তিনজন। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম ও জেলা ডিবি অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের নেতৃত্বে ডিবির একটি টিম মাদকদ্রব্য উদ্ধারে যৌথ অভিযান চালায়। ওই সময় ১৭ কেজি গাঁজা, একটি মাইক্রোবাসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানাধীন পাগলা থেকে বীরগাঁওগামী পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পনারগাঁও গ্রামের আব্দুর রউফ (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৩২) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর বড়কাপন গ্রামের লাকি বেগমকে (২৫) আটক করা হয়।

আটককৃত আসামিরা একটি মাইক্রোবাসে করে মাদক পরিবহন করছিলেন। তাঁদের কাছে থাকা মাইক্রোবাসটি তল্লাশি করে ১৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।