শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন এসএমপি কমিশনার। ছবি: এসএমপি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির বরেণ্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সকালে স্মৃতিস্তম্ভে সব শহীদ বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

ওই সময় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মাসুদ রানা, উপকমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপকমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপকমিশনার (ইঅ্যান্ডডি) মোহাম্মদ আবদুল ওয়াহাব ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সরা।

পরবর্তী সময়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়। সে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপি কমিশনার নিশারুল আরিফ।

ওই সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্টসহ অনেকে।