শস্যবাহী কার্গো সোমবার ছাড়তে পারে ইউক্রেন বন্দর। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, ইউক্রেনীয় শস্য বহনকারী প্রথম জাহাজ সোমবার ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ এবং ইউক্রেনের মধ্যে ২২ জুলাই শস্য পরিবহনের চুক্তির প্রাক্কালে নগরীটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো সত্ত্বেও শস্যবাহী জাহাজটি ছেড়ে যাওয়ার এ সম্ভাবনা দেখা দিয়েছে। খবর বাসসের।

রোববার কানাল সেভেন টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে ইব্রাহিম কালিন বলেন, ‌আগামীকাল (সোমবার) সকালে একটি জাহাজ ছাড়ার জোর সম্ভাবনা রয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‌রুশদের সঙ্গে আলোচনায় এখনও একটি বা দুটি বিষয় নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, ‌জাহাজগুলোকে ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার প্রস্তুতি একটি পর্যায়ে পৌঁছেছে। জাহাজগুলো লোড করা হয়েছে। এগুলো ছাড়ার জন্য প্রস্তুত, তবে ভালো লজিস্টিক সমন্বয় প্রয়োজন।