সুনামগঞ্জের শাল্লা থানার অভিযানে গ্রেপ্তার দুই আসামি। ছবি: পুলিশ নিউজ

সুনামগঞ্জের শাল্লা থানা-পুলিশের অভিযানে ১০০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানাধীন কালনী নদীর মাদ্রাসা ঘাটে এই অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় চোরাকারবারের সঙ্গে জড়িত শাল্লা থানার সবজিমহল গ্রামের মো. আজহার মিয়া (৪২) ও নাছিরপুর গ্রামের মো. জিহান মিয়াকে (১৯) আটক করা হয়।

আটককৃত আসামিদ্বয়ের কাছে থাকা একটি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে ৪ হাজার ৮০০ কেজি (১০০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাঁদের নামে শাল্লা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।