পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

মোটরসাইকেল ও টাকা লুটের অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা-পুলিশ।

আসামিরা হলেন বান্দরবানের লামা থানা এলাকার সালাউদ্দিন (২৩) এবং কক্সবাজারের চকরিয়া থানা এলাকার হাবিবুর রহমান ওরফে গুটি (২০)।

লোহাগাড়া থানা-পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি রাতে মোটরসাইকেলে চড়ে আমিরাবাদ বাজার থেকে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী সাফায়েত হোসেন ও তাঁর ভাই। লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের পাশে চার ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁদের মারধর করে মোটরসাইকেল, মোবাইল ফোন এবং ২৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় লোহাগাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় একটি নম্বরবিহীন মোটরসাইকেল। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।