জব্দ করা আলামত পর্যবেক্ষণ করছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় লেদ কারখানায় আগ্নেয়াস্ত্র তৈরির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালীগঞ্জ এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. রিপন হোসেন (৩৫) ও মো. শাহিন (২৭)। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে দুটি দেশি রিভলবার।

ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অস্ত্র তৈরি ও হেফাজতে রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, তিন বছর ধরে লেদ কারখানার আড়ালে দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করে বিক্রি করে আসছেন তাঁরা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।