ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার লুগানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ এখন রাশিয়ার বাহিনীর হাতে। সেখান থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে ইউক্রেন। ৩ জুলাই রাশিয়া সমর্থিত বিদ্রোহী-অধ্যুষিত ওই অঞ্চলের লিসিচানস্ক শহর দখল নেয় রুশ বাহিনী। লুগানস্কে ৩ জুলাই পর্যন্ত এই শহরটিই একমাত্র রুশদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই সোইগু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, তাঁদের সেনাবাহিনী লিসিচানস্ক ও এর আশপাশে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা পুরো দখলে নিয়েছে।

পরে সেনা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করে সন্ধ্যায় ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেন, বহু হতাহত এড়াতে লিসিচানস্ক শহর থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের রক্ষক ও যোদ্ধাদের জীবন রক্ষায় অনেককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।