১১ এপিবিএন (নারী) উত্তরার অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

লিবিয়ায় মানব পাচারের ঘটনায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ১১ এপিবিএন (নারী) উত্তরা।

বৃহস্পতিবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১ এপিবিএনের একটি দল অভিযান চালিয়ে লিবিয়ার মানব পাচার ও প্রতারক চক্রের সদস্য শ্যামল দাসকে (৫০) গ্রেপ্তার করে।

ভুক্তভোগী উজ্জ্বল ঘোষ (৩৮) ১১ এপিবিএনের কাছে অভিযোগ করেন, শ্যামল দাস (৫০) ও বাদল মিয়া (৪৫) ৪ লাখ ১০ হাজার টাকা নিয়ে ভালো কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে লিবিয়ায় পাঠান। পরবর্তী সময়ে তাঁকে কথা অনুযায়ী কাজ না দিয়ে লিবিয়াতে আটকে রেখে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

ভুক্তভোগী আরও জানান, অনেক কষ্টের পর কোনোভাবে দেশে ফিরে তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

ওই মামলায় আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে ১১ এপিবিএন উত্তরা।