স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা নির্ধারণী লিগের শেষ ম্যাচে ডিয়েগো সিমিওনের দল ২-১ ব্যাবধানে হারিয়েছে রিয়াল ভায়াদোলিকে।

শনিবার (২২ মে) ভায়াদলিদের মাঠে স্বাগতিকদের ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো। ম্যাচের ১৮তম মিনিটে অস্কার প্লানোর গোলে এগিয়ে যায় ভায়াদলিদ। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় অ্যাতলেতিকো। আনহেল কোরেয়া দলকে সমতায় ফেরানোর পর লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় তারা।

বাকি সময় আর গোল না হওয়ায় ২০১৪/১৫ মৌসুমের পর শিরোপা জয়ের আনন্দে মাতে অ্যাতলেটিকো মাদ্রিদ।

৩৮ ম্যাচ শেষে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো অ্যাতলেতিকো। সমান সংখ্যক ম্যাচে ২৫ জয় ও ৯ ড্রয়ে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় গতবারের চ্যাম্পিয়নরা। ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে আরেক জায়ান্ট দল বার্সেলোনা।