উদযাপনে ব্যস্ত বার্সেলোনার ফুটবলাররা। ছবি : সংগৃহীত

চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। এটি কাতালান ক্লাবটির ২৭তম লিগ শিরোপা।

গত রোববার (১৪ মে) রাতে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে জাভি হার্নান্দেজের দল।

এস্পানিওলের মাঠে ম্যাচের ১১তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বালদে। ৪০তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লেভানদোভস্কি।

বিরতির পর ৫৩তম মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে গোল করেন জুলেস কুন্দে। পরে এস্পানিওল দুই গোল শোধ দিলেও তা বার্সার শিরোপা উৎসবে বাধা হতে পারেনি।