জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা-পুলিশের অভিযানে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) লবণচরা থানাধীন খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থামায় পুলিশ। এ সময় গাড়ির এক যাত্রী সঙ্গে থাকা ব্যাগ রেখে পালিয়ে যান। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় চারটি স্বর্ণের বার। এ ছাড়া যাত্রীবাহী বাসটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এএসআই এমদাদুল হক জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৪৭৪ গ্রাম। এর আনুমানিক দাম ৪২ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং যাত্রীবাহী বাসটি শনাক্তের চেষ্টা চলছে।