লক্ষ্মীপুর জেলা থেকে হারানো তিন শিশুকে সিএমপি উদ্ধারের পর প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেছে। ছবি: বাংলাদেশ পুলিশ

লক্ষ্মীপুর জেলার রামগতি থানা এলাকায় ঈদের দিনে বেড়াতে বেরিয়েছিল তিন শিশু। কিন্তু পথ ভুলে তারা চট্টগ্রাম মহানগরীতে চলে আসে। এই অবস্থায় ওই তিন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় ৩ এপ্রিল দুপুরে।

সিএমপি জানায়, ওই তিন কন্যাশিশু তাদের ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে ঈদের দিন দুপুর ১২টার দিকে নিজেদের বাড়ি ফেরার পথে তারা ভুল করে চট্টগ্রামের বাসে উঠে পড়ে। চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে বাস থেকে নেমে তারা কান্নাকাটি শুরু করলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই তিন শিশুকে নিজেদের হেফাজতে নেন। এরপর তাদের পরিবারের ঠিকানা জেনে সে অনুযায়ী অভিভবকদের সংবাদ দেওয়া হয়। পরে শিশু তিনটিকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।